Monday, March 24, 2025
দেশ

কাঠুয়া থেকে আটক আগ্নেয়াস্ত্র ভর্তি ট্রাক, গ্রেফতার ৩ জইশ জঙ্গি

কাঠুয়া: বুধবার বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ। কাঠুয়া থেকে অস্ত্রবোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। চালক-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ৩ জনের সঙ্গে লিঙ্ক রয়েছে জইশ জঙ্গি সংগঠনের।

কাশ্মীরগামী এই ট্রাকটি আটক করা হয় লখনপুরের কাছে থেকে। জানা গেছে, ট্রাকটি অমৃতসর থেকে কাশ্মীর যাচ্ছিল। ট্রাকের ভিতর থেকে ৬টি এক ৪৭ বন্দুক করা হয়েছে এবং জঙ্গি সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনায় তদন্ত করা শুরু হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে, কাদের কাছে এতগুলি একে ৪৭ রাইফেল পৌঁছে দেওয়া হচ্ছিল এবং কারা এর বরাত পেয়েছিল। ট্রাকে জম্মু-কাশ্মীরের নম্বর প্লেট ছিল বলে খবর এবং ট্রাকটির রেজিস্ট্রেশন সুহিল লাটুর নামে। গাড়ির চালক পুলওয়ামার বাসিন্দা জাভিদ দাড় নামে এক ব্যক্তি।

প্রসঙ্গত, বুধবারই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ লস্কর জঙ্গি আসিফ মকবুল বাট। এবং মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপার থেকে ৮ লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতীয় সেনা।