প্রিয় পোষ্যের বিশাল সোনার মূর্তি উন্মোচন করলেন তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি
আশগাবাত: নিজের প্রিয় পোষ্যের বিশাল একটি মূর্তি তৈরি করেছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদভ (Turkmenistan’s president Gurbanguly Berdymukhamedov)। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের সিটি সেন্টারে মূর্তিটি শোভা পাচ্ছে ৷ মূর্তিটি প্রেসিডেন্টের প্রিয় পোষ্য শেফার্ড ব্রিডের একটি কুকুর ৷ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটির উদ্বোধন করা হয়েছে ৷
২০০৭ সাল থেকে তুর্কমেনিস্তানে ক্ষমতায় রয়েছেন গুরবাংগুলি। তাঁর প্রিয় পোষ্যের প্রতি ভালোবাসা দেখাতেই মূর্তিটি স্থাপন করেছেন তিনি। জানা গিয়েছে, মূর্তিটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং এটিতে ২৪ ক্যারেট সোনার পাত রয়েছে। মূর্তিটির উচ্চতা ২০ ফুট।
মূর্তিটি তৈরি করেছেন তুর্কমেনিস্তানের বিখ্যাত শিল্পী ৭১ বছর বয়সী সারগার্ট বাবায়েভ। মূর্তিটিষ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট। মূর্তি নীচে রয়েছে একটি এলইডি ডিসপ্লেও ৷ যেখানে কুকুরটির খেলে বেড়ানো থেকে শুরু করে বিভিন্ন ছবি দেখানো হচ্ছে সারাক্ষণ।
প্রেসিডেন্টের প্রিয় পোষ্যের মূর্তি তৈরির জন্য সেদেশে কোষাগার উন্মুক্ত করা হয়েছিল, যদিও দেশের অধিকাংশ মানুষ দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ।


