চিনা কৃষক নিজেই তৈরি করলেন বিমান
বেইজিং: চিনের এক রসুন চাষীর স্বপ্ন ছিল তিনি কোনও একদিন বিমান ওড়াবেন। কিন্তু যখন বুঝতে পারলেন যে তার সেই স্বপ্ন পূরণ হবার নয়, তখন নিজেই একটি বিমান বানানোর সিদ্ধান্ত নেন। ঝু উয়ে নামের ওই চাষীর এয়ারবাস এ৩২০ মডেলের বিমানের পুরো রেপ্লিকা নির্মাণের কাজ অল্প বাকি আছে।
চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, চিনের উত্তর-পূর্বাঞ্চলে গমের জমিঘেরা একটি জায়গার ওপর তিনি এ বিমানটি তৈরি করছেন। মাধ্যমিকের গণ্ডিও টপকাতে পারেননি ঝু। এর আগেই পেঁয়াজ ও রসুনের চাষাবাদ শুরু করেন তিনি। পরে অবশ্য একটি কারখানায় ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ শুরু করেন। তবে গত বছর তিনি উপলব্ধি করেন, বিমান ওড়ানোর তাঁর স্বপ্ন হয়তো কখনই পূরণ হবে না।
A #Chinese garlic farmer’s dream of flying an airplane didn’t pan out, he decided to build one instead.
The full-scale replica of the Airbus A320 built by farmer #ZhuYue is now nearly finished. #China #MNA pic.twitter.com/aCWMb4STDG— M N A (@mnaEN) 27 October 2018
বার্তা সংস্থা এএফপিকে ঝু বলেন, আমি এখন মাঝবয়সী ও বুঝতে পারি আমি একটি বিমান কিনতেও পারব না কিন্তু আমি একটি বানাতে পারব। তিনি তার সঞ্চয়ের ২৬ লাখ ইউয়ানের বেশি (২ কোটি ৭৩ লাখ টাকা) অর্থ বিমান নির্মাণে বিনিয়োগ করেন। ওই অর্থ দিয়ে এয়ারবাস ৩২০ মডেলের বিমানের মূল সাইজের চেয়ে এক-অষ্টমাংশ ছোট একটি খেলনা মডেলের বিমান তৈরি শুরু করেন ঝু। এরপর তিনি এয়ারবাসের ডাইমেনশন পরিমাপ করেন এবং অনলাইনে ছবি পরীক্ষা-নিরীক্ষা করে ডেটা স্ট্রাকচার, পাখা, ককপিট, ইঞ্জিন ও লেজ তৈরি করেন। এ বিমানটি তৈরি করতে তিনি ৬০ টন স্টিল ব্যবহার করেন। আর ঝু’র এ পুরো কর্মযজ্ঞে তার মতোই ৫ জন বিমানপাগল ও একাধারে শ্রমিক তাকে সাহায্য করেছে।
ঝু বলেন, অদূর ভবিষ্যতে তাঁদের হাতে নির্মিত এই এয়ারবাসটির ওড়ার কোনও সম্ভাবনা নেই। আপাতত এটিকে একটি রেস্তোরা বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঝু তার বিমানে সবশেষ একটি স্বনির্মিত ককপিট সংযোজন করেছেন যেটির সঙ্গে রয়েছে রেপ্লিকা ফ্লাইটের যন্ত্রপাতি ও বিমানে ওঠার সিঁড়ি। ঝু বলেন, আমরা একটি লাল গালিচা বিছিয়ে দেব, যাতে এখানে খেতে আসা সবাই নিজেদের একটি রাষ্ট্রের প্রধান মনে করতে পারেন।