নাগরিকত্ব আইন নিয়ে মানুষের বিভ্রান্তি কাটানোর নির্দেশ দিলেন মোদী
কলকাতা: ২০১৯ লোকসভা ভোটে বাংলার ৪২ টি আসনের মধ্যে ১৮টি আসন জিতেছে বিজেপি। তবে বর্তমানে এনআরসি ও সিএএ ইস্যুতে কিছুটা হলেও ব্যাকফুটে অবস্থায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি দূর করতে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন মোদী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, সিএএ নিয়ে মানুষের বিভ্রান্তি কাটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
West Bengal: A BJP delegation met Prime Minister Narendra Modi in Kolkata, earlier today. pic.twitter.com/fhdT0lD9lZ
— ANI (@ANI) January 11, 2020
রাজ্য বিজেপি জানিয়েছে, মোদীজি নির্দেশ দিয়েছেন মানুষের ঘরে ঘরে যান। সিএএ নিয়ে ভয় কাটান। মানুষের মন থেকে বিভ্রান্তি দূর করুন।
রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রী জানতে চান, সিএএ নিয়ে সাড়া কেমন? জবাবে রাজ্য বিজেপি মোদীকে জানায়, মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এরপরই মোদী বলেন, তাহলে এত বিক্ষোভ কেন? রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে, অনুপ্রবেশকারীরা বিক্ষোভ করছে। বিক্ষোভে মদত দিচ্ছে নকশালবাদীরা।