মাওবাদী হুমকি উড়িয়ে ভোট দিলেন ১০০ বছরের বৃদ্ধা
রায়পুর: মাওবাদী অধ্যুষিত এলাকায় কড়া নিরাপত্তার মাধ্যমে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ছত্তিশগড়ে। সকাল ১১:৩০ পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় ১৬.২৪%। রাজ্যবাসীর উদ্দেশ্য বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংয়ের বার্তা, যুবক, মহিলা ও বয়স্কদের ভোটে অংশগ্রহণ করুন। নাগরিকদের মতামত রাষ্ট্রের শক্তি। গণতন্ত্রকে সম্মান করে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদী টুইট করে রাজ্যবাসীকে ভোটদানের জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। বিভিন্ন জায়গায় পোস্টার, বিস্ফোরণ করে ভোটারদের ভোট দিতে বিরত রাখার চেষ্টা করেছে। সেই চেষ্টা যে ফলপ্রসূ হয়নি তা বোঝা গেল। রাজ্যের দোরনাপল জেলায় একটু বুথে ভোট দিলেন ১০০ বছর বয়সি এক বৃদ্ধা।
Sukma: A 100-year-old woman reaches a polling station in Dornapal to cast her vote in the first phase of #ChhattisgarhAssemblyElections2018 pic.twitter.com/A8W8zxpcxf
— ANI (@ANI) 12 November 2018
এদিন সকালে ছেলের সঙ্গে ভোট দিতে আসেন ১০০ বছর বয়সী ওই বৃদ্ধা। বার্ধক্যজনিত রোগে কাবু। কিন্তু তাতেও আটকায়নি তাঁর ভোটদানের আগ্রহ। তাঁর পাশাপাশি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিকলাঙ্গ, দৃষ্টিহীন ভোটাররা। মাওবাদীদের হুমকি, রাস্তা কেটে দেওয়া, IED বিস্ফোরণ কিছুই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দিতে পারেনি।
Rajnandgaon: Huge voter turnout (pic 1) at the polling station in Naxal-affected Manpur’s Pardoni village where Naxali posters & banners (pic 2 & 3) asking people to boycott elections had been seen. #ChhattisgarhAssemblyElections2018 pic.twitter.com/Ld5SJEPnAX
— ANI (@ANI) 12 November 2018
প্রথম দফার মোট ভোটার ৩১ লাখ ৮০ হাজার ১৪ জন। ১৬ লাখ ২২ হাজার ৪৯২ হাজার মহিলা ভোটার জন, সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৪৩৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৭ জন ৷ প্রথম দফার ভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৪,৩৩৬। বস্তরে ১১৯০ ও রাজনন্দগাঁও ২২১ বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথের সংখ্যা ২৫৬। দক্ষিণ ছত্তিশগড়ে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯৬।