Tuesday, May 7, 2024
আন্তর্জাতিক

নারীদের গাড়ি চালানোর অনুমতি দিল সৌদি আরব

বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই এ জন্য ক্ষোভ দিনদিন বাড়ছিল।

এক সপ্তাহ আগে একজন ধর্মীয় নেতা মন্তব্য করেন ‘মেয়েদের গাড়ি চালানোর মত বুদ্ধি নেই’। তার এই মন্তব্যের জেরে অসন্তোষ আরও উসকে দেয়।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, অবশেষে বহু বছর ধরে চলা প্রচারণার প্রেক্ষিতে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছে। সৌদি বাদশাহ সালমান এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাওর্ট জানান, “আমি মনে করি সেদেশের জন্য এটি সঠিক দিক-নিদের্শনার মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে সেজন্য আমরা উচ্ছ্বসিত। আমি মনে করি এটি খুবই ইতিবাচক লক্ষণ”।

সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। তবে ২০১৮ সালের জুন মাস থেকে তা কার্যকর হবে।