Sunday, June 22, 2025
Latestদেশ

ভারতের ৯৯ শতাংশ মুসলিমই ধর্মান্তরিত: রামদেব

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট রাম মন্দির গড়ার নির্দেশ দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির করার নির্দেশ দিয়েছে রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। এই রায় নিয়ে ইন্ডিয়া টুডে টিভিতে একান্ত সাক্ষাৎকারে যোগগুরু রামদেব বলেন, শুধু হিন্দুরা কেন, রাম মন্দিরের জন্য খুশি হওয়া উচিৎ মুসলিমদেরও। আমি বিশ্বাস করি যে, ভারতের ৯৯ শতাংশ মুসলিমই আসলে ধর্মান্তরিত।

রাম, হিন্দু এবং অযোধ্যার যোগসূত্র সম্পর্কে রামদেব বলেন, শুধু হিন্দুদের কাছেই নয়, ভগবান রাম এমনকি মুসলমানদের কাছেও শ্রদ্ধেয় ব্যক্তি। আমি বিশ্বাস করি যে ভারতের ৯৯ শতাংশ মুসলমান ধর্মান্তরিত হয়েছেন। অযোধ্যায় রাম মন্দির সম্পর্কে যোগগুরু বলেন, ভগবান তো সর্বত্রই বিরাজ করে। ক্রিস্টানদের যেমন পবিত্র ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ আছে। মুসলিমদের মক্কা আছে। তেমনই হিন্দুদের পবিত্রতম মন্দির হিসাবে গড়ে উঠবে অযোধ্যার রাম মন্দির।

অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে রামদেব বলেন, আমি এটিকে জাতীয় ঐক্যের দৃষ্টিকোণ থেকে দেখছি। সুপ্রিম কোর্টের রায় নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে রামদেব বলেন, রাম মন্দির ও মসজিদ নির্মাণে উভয় পক্ষের একে অপরকে সহায়তা করা উচিৎ। মুসলিমদের উচিৎ রাম মন্দির তৈরিতে সহায়তা করা। হিন্দুদেরও মুসলিমদের নতুন একটি মসজিদ তৈরি করতে সহায়তা করা উচিৎ।

রামদেব আরও বলেন, অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে কিছু লোক ভবিষ্যদ্বাণী করেছিল, অযোধ্যা রায় প্রকাশিত হলে  বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে এখনকার পরিস্থিতিটি দেখুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রায় বের হওয়ার পর থেকে কারও উপরে কোনও পাথর ছোঁড়া হয়নি। এটি প্রমাণ করে যে ভারত এগিয়ে যাচ্ছে।

পাশাপাশি, অযোধ্যা রায়ের পরে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন রামদেব।