মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: ভোট দিলেন ৯৮ বছর বয়সী বৃদ্ধা
মুম্বাই: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা প্রমাণ করে মহারাষ্ট্রে বিধানসভা ভোট দিলেন ৯৮ বছর বয়সী সুপ্রভা দেবী। সকাল সকাল এদিন বুথে এসে ভোট দেল সুপ্রবা দেবী। সোমবার সকাল সাতটা থেকে মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ পর্ব।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন বিকাল ৩টা পর্যন্ত ভোটদানের হার ৩১.৫ শতাংশ। বিধানসভা নির্বাচনের পাশাপাশি সাতরা লোকসভা কেন্দ্রেও চলছে উপনির্বাচন।
৯৮ বছর বয়সী সুপ্রভা দেবী এদিন সকালে ভোট দিতে আসেন। তিনি সম্ভবত রাজ্যের প্রবীণ ভোটারদের মধ্যে রয়েছেন। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে তিনি বলেন, রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে ‘যোগ্য’ প্রার্থীকেই তিনি ভোট দিয়েছেন এবং তিনি সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে লড়ছে দেবেন্দ্র ফড়নবীশ নেতৃত্বাধীন বিজেপি। অন্যদিকে, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে অর্থনীতিকে সামাল দিতে না পারা-সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। তবে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।