অসমের ৯০ শতাংশ কংগ্রেস বিধায়কই বাংলাদেশি উদ্বাস্তুদের উত্তরসূরি: হিমন্ত বিশ্ব শর্মা
দিসপুর: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) তীব্র বিরোধিতা জানিয়েছে কংগ্রেস। অসমের ধেমাজিতে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অসমের মন্ত্রী তথা বিজপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের কংগ্রেস বিধায়কদের ৯০ শতাংশ বাংলাদেশি উদ্বাস্তুদের উত্তরসূরি। তাঁরা নাগরিক হতে পারে, তবে তাঁদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছিলেন। তাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত।
ধিমাজিতে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, কংগ্রেস চারটি আরবিক কলেজ এবং অনেকগুলি মাদ্রাসা তৈরি করেছে। যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তারাও বাংলাদেশিদের প্রতি নরমপ্রকৃতির।
হিমন্ত বিশ্ব শর্মার এই দাবি মিথ্যা ও বানোয়াট দাবি করে কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া বলেন, হিমন্ত শর্মার উচিত তাঁঁর দাবি প্রমাণ করা অথবা ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস বিধায়কদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলেই পূর্ববঙ্গ (বর্তমানে বাংলাদেশ) থেকে এদেশে চলে এসেছিল। তাঁরা যেহেতু ব্রিটিশ আমলে কিংবা ১৯৭১ সালের অনেক আগেই এদেশে চলে এসেছে তাই তাঁদের বাংলাদেশি বলা যায় না।
দেবব্রত সাইকিয়া আরও বলেন, হিমন্ত বিশ্ব শর্মা যদি কংগ্রেস বিধায়কদের মধ্যে কে বা কারা বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত নাম প্রকাশ করতে ব্যর্থ হন, তবে তাঁর অসমের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, কংগ্রেসের সমস্ত বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মার এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।