Wednesday, November 19, 2025
দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিতে চান ৮৫ বছরের বৃদ্ধা

লখনউ: মোদীর জনপ্রিয়তা বরাবরই ঊর্ধ্বমুখী। শুধু কেবল ভারত নয়, বিদেশেও কোটি কোটি মানুষ তাঁকে ভালোবাসেন। উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার কিশনি ব্লকের চিতায়ান গ্রামের ৮৫ বছর বয়সী বিত্তন দেবী (Bittan Devi) তাঁর সম্পত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে লিখে দিতে চান।

বুধবার বিকালে কিশনি ব্লকের তহসিল অফিসে গিয়ে আইনজীবীদের কাছে তিনি এই কথা জানান। বিত্তন দেবী জানান, তাঁর সাড়ে ১২ বিঘা জমি রয়েছে। এর পুরোটাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে লিখে দিতে চান।

ওই বৃদ্ধার দুই ছেলে রয়েছে। তাই আইনজীবীরা তাঁকে পরামর্শ দেন, ওই জমি ছেলেদের নামে লিখে দিতে। কিন্তু, সেই পরামর্শ মানতে নারাজ বৃদ্ধা।

বিত্তন দেবী জানান, বেশ কয়েক বছর হল তাঁর স্বামী পুরাণ লাল প্রয়াত হয়েছেন। তাঁর দুই ছেলে এবং পুত্রবধুরা তাঁকে মোটে যত্ন কিংবা দেখভাল করে না। তিনি বেঁচে আছেন ভারত সরকারের কাছ থেকে পাওয়া বার্ধক্য পেনশনের টাকায়। তাই তিনি মনে করেন, তাঁর পুত্ররা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাঁর দেখভাল করছেন। তাই মোদীর নামেই তাঁর সমস্ত জমি লিখে দিতে চান।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।