Tuesday, June 24, 2025
আন্তর্জাতিক

আগস্টেই অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসছে, ব্যবহার করা যাবে ইনহেলারে

লন্ডন: মারণ করোনার প্রকোপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই কঠিন পরিস্থিতি থেকে গোটা বিশ্বকে মুক্তি দিতে করোনার প্রতিষেধক তৈরির জন্য বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা রাত-দিন এক করে কাজ করে চলেছেন। এরই মধ্যে সুখবর দিল যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। তাঁরা জানিয়েছে, তাঁদের তৈরি করোনার ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করতে পারবে মানুষ। আগস্টের শুরুর দিকে এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল (Adrian V. S. Hill) বলেন, এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী তাঁরা। করোনাভাইরাস নির্মূলে ৮০ শতাংশ সক্ষম এই ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরির প্রকল্পে নেতৃত্ব দেয়া এই আইরিশ বিজ্ঞানী বলেন, এই ভ্যাকসিনটি আগস্টের শুরুর দিকে বাজারে আসতে পারে।

হিল জানান, তবে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার দ্রুত কমে গেলে তাঁদের গবেষণাও পিছিয়ে যেতে পারে। পর্যাপ্ত সংখ্যক করোনা রোগী না পেলে ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা কঠিন হয়ে পড়বে। গত এপ্রিলে শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী-সহ ১০ হাজার ২৬০ জনের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম বায়োফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা দিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় ভ্যাকসিন কার্যকর হলেই তাঁরা ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে। সংস্থার প্রধান নির্বাহী পাস্কাল সারিওট জানান, তাদের তৈরি ‘এজেডডি১২২’ ভ্যাকসিনটি কার্যকরী কিনা তা আগস্টের মধ্যেই জানা যাবে।

উল্লেখ্য, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটস করোনার ভ্যাকসিন তৈরির পর তা বিশ্বের দরিদ্র দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চান। এই মর্মে বিশ্বের সবক’টি দেশের গবেষণা সংস্থাগুলোকে কোটি কোটি প্রতিষেধকের ডোজ তৈরির আর্জি জানিয়েছেন তিনি। বিল গেটস বলেছেন, ভ্যাকসিন তৈরির জন্য খরচ দেবে তাঁর সংস্থা মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সূত্র- দ্য আইরিশ পোস্ট