Sunday, March 16, 2025
দেশ

ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে যুক্ত হল অত্যাধুনিক ৮ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার

পাঠানকোট: আরও সমৃদ্ধ হল ভারতীয় বায়ুসেনার অস্ত্রসম্ভার। আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ৮ টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এল ভারতীয় বায়ুসেনার দখলে। পাকিস্তানের চোখ রাঙানির মধ্যেই এই ৮ বিধ্বংসী অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার বায়ুসেনায় যুক্ত হওয়ার খবরে অন্য সমীকরণ দেখছেন রাজনীতিকরা।

ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিক অনুপম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আনা হল আমেরিকার তৈরি এই কপ্টারগুলি। এখনও পর্যন্ত আমাদের আটটি কপ্টার আছে। ধাপে ধাপে আসবে ২২টি উড়ানযান। সবকটিই বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে। এই কপ্টারের নিশানা অব্যর্থ বলে তিনি জানা।

অনুপম বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই অ্যাপাচে চপার অত্যন্ত তিক্ষ এবং ক্ষিপ্র গতির। রাজস্থানের মরুভূমিতেও লক্ষ্যভেদ করতে পারে। মাটির কাছাকাছি দ্রুত গতিতে উড়তে উড়তেও লক্ষ্য স্থির করতে পারে। অত্যন্ত উন্নতমানের সেন্সর রয়েছে এই চপারে। সহজেই শত্রুপক্ষের অস্তিত্ব আঁচ করার ক্ষমতা রাখে সেই সেন্সর। আবহাওয়া যতই প্রতিকূল হোক, শত্রপক্ষের টার্গেটকে নিশ্চিহ্ন করে দিতে পারে মুহূর্তেই।


Apache AH-64E কপ্টার সবচেয়ে অত্যাধুনিক ও নানা ব্যবহার সমৃদ্ধ কপ্টারগুলির মধ্যে অন্যতম। অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনা ও আন্তর্জাতিক ডিফেন্স ফোর্স। একটি অ্যাপাচে হেলিকপ্টারের ওজন ৬ হাজার ৮৩৮ কেজি। প্রতি মিনিটে ২ হাজার ৮০০ ফিট উঁচুতে উঠে যেতে পারে।