Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ ১২ পর্যটক নিহত

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ১২ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। বাসটি মার্কিন প্রমোদ তরী থেকে পর্যটকদের নিয়ে মেক্সিকোর একটি প্রত্নতাত্ত্বিক স্থানে যাওয়ার সময় রাস্তায় উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজ্য কর্তৃপক্ষ একথা জানায়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিক্ষাসফরে যাওয়া একটি ট্যুর বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। বাসটিতে ৩১ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ব্রাজিল ও সুইডেনের নাগরিকও ছিলো। নিহতদের মধ্যে একজন শিশু আছে। কুইনতানা রু মেক্সিকোর জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

 মেক্সিকো কর্তৃপক্ষ নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের বেশীরভাগই মার্কিন নাগরিক। ওই সূত্র আরো জানায়, আহতদের মধ্যে আটজন মার্কিন, তিনজন ব্রাজিল ও দুইজন সুইডেনের নাগরিক রয়েছে।