Tuesday, June 24, 2025
রাজ্য​

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল পুরুলিয়ার ৭৬টি সংখ্যালঘু পরিবার

পুরুলিয়া: বিজেপির পাখির চোখ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ দখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে হারিয়ে বাংলার কুর্সির দখল নিতে ইতিমধ্যেই টার্গেট ফিক্সড করে ফেলেছে বঙ্গ বিজেপি। একেবারে কৌটিল্যের ভূমিকা নিয়ে মুকুল রায়েরা নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছেন। ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে অঙ্ক কষেই তিনি স্থির করা হয়েছে টার্গেট।

২১ জুলাই তৃণমূল সুপ্রিমো শহিদ দিবসের ভার্চুয়াল সভার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল ছেড়ে বুধবার বিজেপিতে যোগ দিলেন জয়পুর বিধানসভা এলাকায় ৭৬টি সংখ্যালঘু পরিবার। ওই বিধানসভার আড়ষা ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি আজিমুদ্দিন কাজী-সহ ৭৬টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দেন। বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

বিদ্যাসাগর চক্রবর্তী ছাড়াও এদিনের দলীয় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, বিবেক রাঙ্গা সহ স্থানীয় নেতৃত্ব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আজিমুদ্দিন কাজী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে অনুপ্রাণিত হয়ে তাঁর হাত শক্ত করতে বিজেপিতে যোগদান করলাম। তাঁর অভিযোগ, রাজ্যের বর্তমান শাসক দলের মধ্যে দুর্নীতি ঢুকে গিয়েছে। তৃণমূলে এখন আর থাকা যায় না। তাই সম্মিলিত ভাবে দলত্যাগ করছি।

৭৬টি সংখ্যালঘু পরিবার দলে যোগদান প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, পুরুলিয়া জেলা জুড়ে সব শ্রেণির মানুষ স্বেচ্ছায় গেরুয়া শিবিরে যোগদান করছেন। কারণ, তাঁরা বুঝতে পেরেছে যে একমাত্র বিজেপিই মানুষের জন্য কাজ করে, মানুষের কথা বলে, দেশের কথা ভাবে।