Monday, March 24, 2025
দেশ

মোদীর জন্মদিন, ৭০০ ফুট লম্বা কেক কাটল ভক্তরা

সুরাট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯তম জন্মদিন উপলক্ষে ৭০০ ফুট লম্বা কেক কেটে জন্মদিন পালন করেছেন সুরাটের বিজেপি সমর্থকরা। মধ্যপ্রদেশের ভোপালের গোফা মন্দিরে ৬৯ ফুট কেক কেটে বিলি হয়েছে। দিল্লি গেটের সামনে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির নেতৃত্বে বিশাল লাড্ডু ও কেক কেটে মোদীর জন্মদিন পালন করেছেন সমর্থকরা।

বারাণসীর সঙ্কট মোচন মন্দিরে ভগবান হনুমানকে ১.২৫ কেজি ওজনের স্বর্ণের মুকুট উপহার দিয়েছেন মোদীর ভক্ত অরবিন্দ সিং। তিনি জানান, স্বাধীনতার ৭৫ বছরে যা হয়নি মোদীর আমলে ভারতে তা সম্ভব হয়েছে।

এদিন সকাল ৬টা নাগাদ মা হীরাবেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ‘নমামি দেবী নর্মদা’ প্রকল্পের সূচনা করেন নরেন্দ্র মোদী। পুত্রের জন্মদিন উপলক্ষ্যে নিজের হাতে রান্না করেন মা হীরাবেন। তাই দুপুরে খাবারটা মায়ের কাছেই সারলেন মোদী। এরপর নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ এলাকায় পৌঁছে যান নমো। সেখানে মন্ত্রোচ্চারণ করে পুজো করেন তিনি।

পরিদর্শন করেন ‘স্ট্যাচু অফ ইউনিটি’র চারদিক ঘিরে তৈরি হওয়া প্রজাপতি বাগান, একতা নার্সারি, ক্যাকটাস বাগান, খলবানি ইকো টুরিজম-সহ বিভিন্ন এলাকা। এসময় তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত।