Monday, March 17, 2025
দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ‘চন্দ্রযান ২’র অবতরণ দেখবে ৭০ শিক্ষার্থী

বেঙ্গালুরু: আগামী ৭ সেপ্টেম্বর রাত ১.৩০ থেকে ২.৩০ টার মধ্যে চাঁদের মাটি ছোঁওয়ার কথা বিক্রমের। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সারা দেশের প্রায় ৭০ জন শিক্ষার্থী একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরো থেকে চন্দ্রযান-২ এর চাঁদে অবতরণ করার দৃশ্য দেখবে।

ইসরোর অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বেছে নেওয়া হয়েছে সেরা দুই স্কোরারকে। তারা সবাই বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র থেকে লাইভে চন্দ্রযান-২-এর অবতরণের সাক্ষী হবে।

ইসরোর এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় ৭০ জন। তারা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে বসে অবতরণ ‘লাইভ’ দেখবে। MyGov.in-এর সঙ্গে যৌথভাবে ইসরো আয়োজন করেছি‌ল একটি কুইজ প্রতিযোগিতার। গত ১০ থেকে ২৫ আগস্ট আয়োজিত হয়েছিল ওই কুইজ। মহাকাশ গবেষণা সম্পর্কে সকলকে সচেতন করতেই ওই কুইজের আয়োজন করা হয়েছিল।

MyGov.in থেকে জানা যাচ্ছে, কুইজের শর্ত ছিল প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২জন করে ছাত্রছাত্রীকে (অষ্টম থেকে দশম শ্রেণির মধ্যে) ইসরো আমন্ত্রণ জানাবে বেঙ্গালুরু সেন্টারে প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদীর সঙ্গে বসে চন্দ্রযান-২-এর অবতরণ দেখার জন্য।