পাকিস্তানে ক্রিকেট খেলায় দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে নিহত ৭
ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। পাক সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, বাচ্চাদের ক্রিকেট ম্যাচ নিয়ে মাঠের ভেতরই বাদানুবাদ হয়। কথা কাটাকাটি থেকে বিষয়টি আরও উত্যক্ত হয়ে উঠলে শেষে তা থানা পর্যন্ত গড়ায়। পরে ঘটনার এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে ৭ জনের মৃত্যু হয়।
অ্যাবোটাবাদ পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট ইজাজ খান বলছেন, বাচ্চাদের ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে দু’পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়। এরপর তারা অভিযোগ দায়ের করার জন্য থানায় চলে আসেন। সে সময় পুলিশ দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করতে থাকে। তবে হঠাৎ তাদের এক পক্ষ গুলি করতে শুরু করে। এরপর অন্য পক্ষও গুলি ছোঁড়ে। ফলে থানা চত্বরেই সাতজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও একজন।
Row over cricket match involving children leaves seven dead in Pakistani’s town of Havelian https://t.co/TiAiLbl0gc pic.twitter.com/L9u0Xm4Hab
— The Gulf Today (@thegulftoday) 24 November 2018
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের সামনেই দু’পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় করছিল। তারপর একজন হঠাৎ বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। দু’পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় এসেছিল। দু’পক্ষই প্রবল গোলাগুলি শুরু করে। যে পক্ষ প্রথম গুলি চালিয়েছিল সেই দলের ৩ জন এবং অন্য পক্ষের চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আরও একজন গুরুতর আহত হয়েছে।
প্রসঙ্গত, এমন ঘটনার পর ফের পাকিস্তানের ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ক্রিকেট মাঠে কেমন করে দর্শকরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন, এমন প্রশ্নই করছেন অনেকে। তাছাড়া পুলিশের সামনেই কিভাবে দু’পক্ষ বন্দুক হাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে তা নিয়েও উঠছে প্রশ্ন।