অসমে আত্মসমর্পণ করল ৬৪৪ জন জঙ্গি
গুয়াহাটি: অসমে ৮টি সন্ত্রাসবাদী গোষ্ঠীর মোট ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন। গুয়াহাটিতে বৃহস্পতিবার তারা একসঙ্গে আত্মসমর্পণ করে। এদিনের এই ঘটনা এ পর্যন্ত বৃহত্তম আত্মসমর্পণ অনুষ্ঠান। এ দিন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সামনে অস্ত্র সমর্পণ করেন তারা।
জানা যায়, উলফা (ULFA-I), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড-সংবিজিত (NDFB-S), কামতাপুর লিবারেশন অর্গ্যানাইজেশন (KLA), ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ বেঙ্গলিস (NLFB), রাভা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (RNLF), সিপিআইএমএল, ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মি (NSLA) এবং আদিবাসী ড্রাগন ফাইটার্স (ADF) সংগঠনের মোট ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেন।
Guwahati: 644 cadres of 8 militant groups today surrendered at the Arms Laying Down Ceremony, in presence of Assam Chief Minister Sarbananda Sonowal. pic.twitter.com/jz5Tls7ApN
— ANI (@ANI) January 23, 2020
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, অসমের জন্য আজ এক স্মরণীয় দিন। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এখানে উপস্থিত সব ভাইদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁদের পুনর্বাসনের জন্য গঠিত সরকারি প্রকল্পের সুবিধাগুলি নিয়ে দেশ গঠনে অবদান রাখুন।
আত্মসমর্পণকারী জঙ্গিদের থেকে ১৭৭টি আগ্নেয়াস্ত্র, ১৬৮৬ গুলি, ২ কেজি বিস্ফোরক, ৫২টি গ্রেনেড, ৭১টি বোমা, ৩টি রকেট লাঞ্চার, ৫৮টি ম্যাগাজিন এবং ৩০০টিরও বেশি ডিটোনেটর উদ্ধার হয়েছে।