মোদীকেই ফের প্রধানমন্ত্রী পদে চায় দেশ, দাবি সর্ববৃহৎ সমীক্ষায়
নয়াদিল্লি: বিজেপিকে রুখতে বিরোধীরা মহাজোট গঠনের প্রস্তুতিতে লেগে রইলেও, সমীক্ষা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদীই। সৎ-শক্তিশালী এবং একজন দৃঢ় নেতা হিসাবেই মোদীকে মানছে দেশ। এমনই তথ্য উঠে এল বৃহস্পতিবার প্রকাশিত ডেইলিহান্টের সমীক্ষায়।
দেশের #১ নম্বর খবর এবং আঞ্চলিক ভাষার কনটেন্ট অ্যাপ্লিকেশন ডেইলিহান্ট ও নিয়েলসন ইন্ডিয়া একসঙ্গে মিলে আয়োজন করেছিল ভারতের সর্ববৃহৎ ডিজিটাল রাজনৈতিক সমীক্ষা: ‘ট্রাস্ট অফ দ্য নেশন’, যাতে ৫০ লাখ মানুষ মতামত জানান। সমীক্ষায় উঠে এসেছে ৫০% মানুষই মনে করে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে দেশকে আরও উন্নত ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা রাখেন।
More than 50% respondents believe that a second term for Narendra Modi will provide them a better future #DailyhuntTrustOfTheNation pic.twitter.com/ZFx8FYTSYl
— Dailyhunt (@DailyhuntApp) 1 November 2018
‘ট্রাস্ট অফ দ্য নেশন’-এর সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময়ের তুলনায় এবার ৬৪% মতামত দানকারী তাঁর প্রতি তাঁদের অতিরিক্ত আস্থা দেখিয়েছেন এবং গত চার বছরে তাঁর নেতৃত্বে পরিপূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
63% respondents expressed more or similar levels of trust in Narendra Modi as compared to 2014. #DailyhuntTrustOfTheNation pic.twitter.com/IeRPFFS64h
— Dailyhunt (@DailyhuntApp) 1 November 2018
জনমত সমীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকায় দেখা যাচ্ছে বেশি দামি ফোন ব্যবহারকারীদের তুলনায় কমদামি এবং মাঝারি-দামের ফোন ব্যবহারকারীদের ৯০% শতাংশ মানুষই মোদীর সমর্থক হিসাবে উঠে এসেছেন।
60% respondents trust Narendra Modi the most to uproot corruption. Arvind Kejriwal gets higher precedence than Rahul Gandhi in this category. #DailyhuntTrustOfTheNation pic.twitter.com/NS8pcJTTbr
— Dailyhunt (@DailyhuntApp) 1 November 2018
সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, রাজস্থানে সকলে বর্তমানে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা পোষণ করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল সমীক্ষায় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পিছনে ফেলেছেন কংগ্রেল সভাপতি রাহুল গান্ধীকে। জাতীয় সংকটের সময় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে সেরা পছন্দের নেতা বলে মানছেন ৬২% মানুষ। সেখানে এই ক্ষেত্রে রাহুল গান্ধীর উপরে ১৭%, অরবিন্দ কেজরিওয়ালের উপরে ৮%, অখিলেশ যাদবে ৩% এবং মায়াবতীর উপরে ২% মানুষ আস্থা পোষণ করেছেন।