ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে আত্মসমর্পণ ৬২ জন মাওবাদীর
রায়পুর: ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোটগ্রহণ হবে দুই দফায়। ১৮টি আসনে ১২ নভেম্বর, বাকি ৭২টিতে ২০ নভেম্বর। প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা বেশিরভাগ কেন্দ্রই পড়ছে মাওবাদী কবলিত বস্তার এলাকায়। ভোটের মুখে মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৬২ জন মাওবাদী। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, আত্মসমর্পণকারী মাওবাদীদের সাহায্যর প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ প্রশাসন।
বস্তার পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, ছত্তিশগড়ে অন্ততপক্ষে ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করল। এরা মাওবাদী অধ্যুষিত আবুজমার এলাকায় সক্রিয় ছিল। এরা নিষিদ্ধ ঘোষিত মাওবাদী কমিউনিস্ট পার্টি কুতুল এরিয়া কমিটির অধীনে কাজ করছিল বলে জানা গেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মাওবাদীদের নীতিতে বিরক্তি প্রকাশ করেছে আত্মসমর্পণকারীরা।
Narayanpur: 62 naxals with 51 country made weapons have surrendered before Bastar IG Vivekanand Sinha & Narayanpur SP Jitendra Shukla today. #Chhattisgarh pic.twitter.com/QAuI70oEiO
— ANI (@ANI) 6 November 2018
প্রসঙ্গত, সম্প্রতি ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার কভার করতে যাওয়া দূরদর্শন টিমের চিত্র সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মাওবাদী হামলায়। ভোটগ্রহণ পর্ব হিংসায় রক্তাক্ত, অশান্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই এদিন একসঙ্গে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর ‘বিরাট সাফল্য’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
Happy to know that a large number of Left Wing Extremists have surrendered before the Police by giving up their arms in Chhattisgarh. I congratulate the State Chief Minister @drramansingh the DGP and the police force for this huge achievement. 1/3
— राजनाथ सिंह (@rajnathsingh) 6 November 2018
টুইট বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, মুখ্যমন্ত্রী রমন সিংহ, ডিজিপি ও পুলিশ বাহিনীকে অভিনন্দন এই বিরাট সাফল্যের জন্য। সরকারের আত্মসমর্পণ নীতি সফল হয়েছে বলে চাপে পড়ে হিংসার রাস্তা পরিত্যাগ করছে মাওবাদীরা। তিনি বলেছেন, আশা করি, বাকি মাওবাদীরাও হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরবে।