Thursday, September 19, 2024
রাজ্য​

মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের ৬০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে

কলকাতা: ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার বিজেপি নেতা মুকুল রায় ভাঙন ধরালেন তৃণমূলের শ্রমিক সংগঠনে। তাঁরই উদ্যোগে কলকাতার একটি নামী শপিং মলের প্রায় ৬০০ কর্মী যোগ দেন বিজেপিতে। এদিন ওই শপিং মলের কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুকুল রায়।

এদিন শিয়ালদহের একটি নামী শপিং মলের সামনে সভা করেন মুকুল রায়। মুকুলবাবু বলেন, এটা সবে শুরু। এরপর রাজ্যে থাকা এই গোষ্ঠীর শপিং মলের বাকি শাখার কর্মীরাও বিজেপিতে যোগ দেবেন, দাবি করেন তিনি।

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিন মুকুল রায় বলেন, সময় থাকতে শ্রমিকদের জন্য ভাবুন। ভয় দেখিয়ে, লাঠি দিয়ে শ্রমিক ঐক্য ভাঙা যাবে না বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে বিজেপির নির্বাচনী কমিটির প্রধান হওয়ার পর থেকে আরও সক্রিয় হয়ে উঠেছেন মুকুল রায়। তাঁর দাবি, আরও অনেকেই তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়তে তৈরি। এটা সবে শুরু হল।