Tuesday, June 24, 2025
দেশ

রাজ্যসভায় সাসপেন্ড আরও ৬ তৃণমূল সাংসদ

নয়াদিল্লি: সংসদের অবমাননা করার অভিযোগে সাসপেন্ড করা হল ৬ জন তৃণমূল সাংসদকে। উল্লেখ্য, এর আগে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূলের শান্তনু সেনকে।

বুধবার সাসপেন্ড হয়েছে দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূরকে। রাজ্যসভার চেয়ারম্যানের পদকে অসম্মান করা ও ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় তাঁদের সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ড়ু।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছেন, দুপুর দুটো থেকে রাজ্যসভায় সমস্ত বিরোধীরা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।