কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে খতম ৬ জঙ্গি
শ্রীনগর: ফের সেনা–জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু–কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ৬ জঙ্গি। বৃহস্পতিবার অনন্তনাগ জেলার বিজবেহরার আরওয়ানিতে খতম ৪ জঙ্গি। ঘটনাস্থান থেকে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা ও মোবাইল পরিষেবা স্থগিত রেখেছে প্রশাসন।
এর আগে, বারামুল্লা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়। এলাকায় দুই জঙ্গির আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়েছিল সেনাবাহিনীর ২৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেল্স, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসওজি। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। তারা আত্মসমর্পণ করেনি। বরং জঙ্গিরা সেনা জওয়ানদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। পালটা গুলি চালায় জওয়ানরা। সংঘর্ষে ২ জঙ্গি নিহত হয়।
6 terrorists killed in two different encounters in Kashmir. 2 killed in Baramula, suspected LeT terrorists and now reports of 4 suspected Hizbul Mujahideen terrorists killed in Anantnag area of South Kashmir. Both Ops after cordon & search operations based on specific inputs
— GAURAV C SAWANT (@gauravcsawant) 25 October 2018
এ প্রসঙ্গে এসএসপি ইমতিয়াজ হোসেন বলেন, ঘটনাস্থানে নিহত দুই জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি। বারামুল্লায় ব্যবহৃত বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কুপওয়ারা জেলায় হিজ়বুল মুজাহিদিনের ওভার গ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।