Monday, June 16, 2025
Latestদেশ

ঝাড়খন্ডে বিজেপিতে যোগ দিলেন বিরোধী দলের ৬ বিধায়ক

রাঁচি: গত ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানাতে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ২৪ অক্টোবর। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ফের বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। যার ফলে স্বভাবতই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। এরই মাঝে ঝাড়খন্ডে গেরুয়া শিবিরে নাম লেখালেন বিরোধী দলের মোট ৬ বিধায়ক।

গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ৩ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক এবং ২ জন কংগ্রেসের বিধায়ক। অপর একজন ‘নব জওয়ান সংঘর্ষ মোর্চার’ সদস্য। বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে এই ৬ বিধায়ক বিজেপিতে যোগদান করেন। এর ফলে ঝাড়খণ্ডে শক্তি আরও বাড়লো বিজেপির।

গেরুয়া শিবিরে যোগ দেওয়া বিধায়করা হলেন- কংগ্রেসের দুই বিধায়ক সুখদেব ভগত এবং মনোজ যাদব, মুক্তি মোর্চার বিধায়ক কুণাল সারেঙ্গি, জে পি ভাই প্যাটেল এবং চামরা লিন্ডা এবং নব জওয়ান সংঘর্ষ মোর্চার বিধায়ক ভানু প্রতাপ সিহি। এই ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার ফলে ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। অন্যদিকে, বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো ১৬। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ৬ জন।


প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ঝাড়খন্ডের মোট ১৪টি আসনের মধ্যে ১২টি আসন দখল করে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পায় মাত্র ২টি আসন। লোকসভা ভোটের এই শোচনীয় ফলাফলের পর থেকেই বিজেপি শিবিরে যোগদানের হিড়িক পড়ে যায়।