Wednesday, April 23, 2025
Latestকলকাতা

শিয়ালদহ স্টেশনের বাইরে ৬টি বন্দুক, ৮ রাউন্ড গুলি সহ গ্রেফতার মালদার হাসান শেখ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র। শহরের অন্যতম ব্যস্ত শিয়ালদা স্টেশনের বাইরে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে হাসান শেখ নামের এক ব্যক্তিকে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যরা তাকে আটক করেন। ধৃত ব্যক্তি মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

৬টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

এসটিএফ সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল হাসান শেখ। তৎক্ষণাৎ এসটিএফ সদস্যরা তাকে আটক করে। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে প্রচুর জামা-কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্রগুলি লুকানো ছিল।

বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচার

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি করা হয়েছিল। সেগুলি সড়কপথে মানসিং-এর মাধ্যমে প্রথমে মালদার কালিয়াচকে নিয়ে আসা হয়। সেখান থেকে হাটে বাজারে এক্সপ্রেসে করে হাসান কলকাতায় পৌঁছায়। শিয়ালদা স্টেশনের বাইরে এসেই সে ধরা পড়ে। অস্ত্র উদ্ধারের পরই সেখানে সিজার লিস্ট তৈরি করেন এসটিএফ সদস্যরা।

অস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল?

ধৃত হাসানকে জেরা করে জানা গিয়েছে অস্ত্রগুলি কলকাতায় কার কাছে হস্তান্তর করা হচ্ছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন, কলকাতা এবং আশপাশের এলাকায় বেআইনি অস্ত্রের একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে। সেই নেটওয়ার্কের হদিস পেতে ধৃতকে কড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ, সোমবার অভিযুক্ত হাসান শেখকে আদালতে তোলা হবে এবং গোয়েন্দারা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন।

রেল রুটে বেআইনি অস্ত্র পাচার চিন্তায় প্রশাসন

শিয়ালদা স্টেশন সহ রেলপথ দিয়ে কলকাতায় বেআইনি অস্ত্র পাচারের ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। কিছুদিন আগেও একই স্টেশন থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, রেল রুটকে ব্যবহার করে একটি সক্রিয় পাচারচক্র কাজ করছে। এসটিএফ এবং কলকাতা পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা জোরদার করার নির্দেশ

এই ঘটনার পর শিয়ালদা স্টেশন এবং আশপাশের অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলপথে বেআইনি অস্ত্র পাচার রোধে স্টেশনে বিশেষ নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মূল চক্র এখনও অধরা

কলকাতায় বারবার বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরকে সামনে নিয়ে এসেছে। প্রশাসনের মতে, রেলপথ ব্যবহার করে অস্ত্র পাচারের ঘটনা বন্ধ করতে বিশেষ নজরদারি প্রয়োজন। হাসান শেখের গ্রেফতারের মাধ্যমে পাচারচক্রের কিছুটা হদিস পাওয়া গেলেও এর মূল চক্রটি এখনও অধরা। তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ক উন্মোচন করতে তৎপর গোয়েন্দারা।