৫৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক
কলকাতা: বেঙ্গালুরু থেকে ধৃত অবৈধভাবে ভারতে আসা ৫৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। বেঙ্গালুরু থেকে হাওড়ার আনার পর বালির নিশ্চিন্দা এলাকায় পুলিশের তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের রাখা হয়েছিল। এরপর তাদের পুশব্যাকের জন্য নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দুটি জায়গা দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
মানবাধিকার সংগঠন এ.পি. ডি.আর-এর সম্পাদক ধীরাজ সেনগুপ্ত বলেন, শুক্রবার নিশ্চিন্দার ওই ভবনটিতে গিয়ে আমরা দেখি যে সেখানে তারা কেউ নেই। তাদের পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। জেলা প্রশাসনে আমাদেরকে নিশ্চিত করেছে।
হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে হাওড়ার নিশ্চিন্দা থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় অবৈধ ভাবে ভারতে ঢোকা ওই বাংলাদেশিদের। এর আগে গত মাসে বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওন্যাল, রেজিস্ট্রেশন অফিস ৫৯ জনকে নির্বাসিত করেছিল।
পশ্চিমবঙ্গ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এসব ক্ষেত্রে রাজ্য সরকার শুধুমাত্র লজিস্টিক্যাল সাপোর্ট দেয়। কিন্তু এবারই প্রথম রাজ্য সরকারের তরফে থেকে আটক ব্যক্তিদের জন্য নিরাপত্তা দিয়ে থাকার বন্দোবস্ত করা হয়েছিল। মানবাধিকার সংগঠনের প্রতিবাদের মুখে তাদেরকে রাজ্য সরকার থাকার ব্যবস্থা করে বলে খবর।
এবিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলছেন, আমরা কিছু বলতে পারব না। তবে বিবিসিকে তাঁরা জানিয়েছে, পুশব্যাক শব্দটি তাঁদের অভিধানে নেই। বরং কোনও বাংলাদেশি বেআইনিভাবে ভারতে ঢুকলে তাদের আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় অথবা বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
অন্যদিকে, বাংলাদেশের যশোরে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেছেন, বেঙ্গালুরু থেকে আনা ৫৯ জনের পুশব্যাক নিয়ে তাঁদের কাছে কোনও খবর নেই। তবে গত এক সপ্তাহে তার নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকা থেকে কমপক্ষে ৯ জনকে কোনও বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের জন্য আটক করা হয়েছে। তিনি জানান, গত একমাসে এরকম আটকের সংখ্যা কমপক্ষে ৩০ জন।