Monday, March 24, 2025
Latestদেশ

PoK থেকে বাস্তুচ্যুত ৫,৩০০ পরিবারকে ৫.৫ লাখ করে ক্ষতিপূরণ দেবে মোদী সরকার

নয়াদিল্লি: পাক-অধিকৃত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত হওয়া এবং বর্তমানে জম্মু-কাশ্মীরে বসবাসকারী প্রায় ৫,৩০০ পরিবারকে  সাড়ে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার। বুধবার এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই সিদ্ধান্তের কথা জানান।

কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকর জানান, ১৯৪৭ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসনের সময় প্রায় ৩১,৬১৯টি পরিবার পাক-অধিকৃত কাশ্মীর থেকে পালিয়ে ভারতে চলে আসে। তাদের মধ্যে ২৬,৩১৯টি পরিবার জম্মু-কাশ্মীরে স্থায়ী ভাবে রয়ে যায়। বাকি ৫,৩০০টি পরিবার প্রথমে অন্য রাজ্যে আশ্রয় নেয়। পরে ওই পরিবারগুলিও জম্মু-কাশ্মীরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে আরও প্রায় ১০,০৬৫টি পরিবার গৃহহীন হয়ে জম্মু-কাশ্মীরে চলে আসে।


জাভড়েকর বলেন, পাক-অধিকৃত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত ৫,৩০০ পরিবার প্রাথমিকভাবে জম্মু-কাশ্মীর ছাড়া অন্য অঞ্চলে চলে আসতে বাধ্য হয়েছিলেন এবং পরে রাজ্য ফিরে যায় তাঁদেরকেও সাড়ে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

জাভড়েকর বলেন, শুরুতে প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় ছিল ১৯৪৭ সালে বাস্তুচ্যুত ২৬ হাজার এবং পরবর্তী কালে গৃহহীন ১০ হাজার পরিবার। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর প্যাকেজের সুবিধে পায় প্রায় ৩৬,৩৮৪টি পরিবার। ১৯৪৭ সালে আসা ৫,৩০০টি পরিবার যেহেতু অন্য রাজ্যে চলে গিয়েছিল সেহেতু তাদের প্যাকেজের আওতায় নিয়ে আসা হয়নি। কিন্তু এবার তাদেরকেও ক্ষতিপূরণ দেবে মোদী সরকার। এই পদক্ষেপে বাস্তুচ্যুত পরিবারগুলি ন্যায় পাবেন।