Sunday, March 16, 2025
Latestদেশ

মধ্যপ্রদেশে দশেরায় পোড়ানো হল ‘অপশক্তি’ ইমরানের ৫১ ফুট লম্বা কুশপুতুল

খারগোন: দশেরায় রাবণ বধ। অশুভকে বিনাশ করে শুভর প্রতিষ্ঠা। অশুভ শক্তিকে বিনাশের লক্ষ্যে পোড়ানো হয় রাবণের কুশপুতুল। তবে মধ্য প্রদেশের খারগোনে দশেরা উপলক্ষে রাবণের পরিবর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিকৃতি পোড়ানো হল। এটি উচ্চতায় প্রায় ৫১ ফুট লম্বা ছিল।

অশুভ শক্তিকে বিনাশের লক্ষ্যে মধ্য প্রদেশের খারগোনে পোড়ানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ৫১ ফুটের বিশাল কুশপুতুল। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন শিবসেনার জেলা সভাপতি রাজু শর্মা।

রাবণকে বধ করে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাম। দশেরা উৎসবে সেই দিনটিই পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে বিরোধী নেত্রী। সবাই সামিল হলেন দশেরা উত্‍সবে। দশেরা উপলক্ষ্যে দ্বারকার রামলীলা সোসাইটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলীলা সোসাইটির এবছর রাবণ দহন অনুষ্ঠানে ১০৭ ফুটের রাবণের কুশপুতুল দহন করা হয়।

মোদী বলেন, আমরা দেশে মাকে পুজো করি। তাই মহিলাদের সম্মান করাটা আমাদের দায়িত্ব। মন কি বাত অনুষ্ঠানেও আমি বার বার বার্তা দিয়েছি দেশের মেয়েদের যেন লক্ষ্মী রূপে গণ্য করা হয়।