Thursday, September 19, 2024
রাজ্য​

গড়বেতায় বিজেপিতে যোগ দিলেন ৫০০ তৃণমূল কর্মী-সমর্থক

মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ঘর ভাঙল তৃণমূলের। পুজোর ঠিক পরেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের প্রায় পাঁচশো তৃণমূল কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। জেলা বিজেপি সভাপতি শমিত কুমার দাস একথা জানিয়েছেন। দলে যোগ দেওয়া নতুন কর্মীদের হাতে পতাকাও তুলে দেন শমিতবাবু। এদিন পার্টি অফিসে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমেন তেওয়ারি, রাজিব কুণ্ডু, শিবু পানিগ্রাহী প্রমুখ।

শমিত কুমার দাস বলেন, গড়বেতা ৩ নম্বর ব্লকের কাদরা ১৫১ নম্বর বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ব্লক তৃণমূল নেতৃত্বের গন্ডগোলের জেরে ওখানকার বুথ সভাপতি প্রবীর রায়-সহ এই কাতরা গ্রামের প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন।

শমিতবাবু জানান, এতদিন এই বুথে বিজেপির কোন সংগঠনই ছিল না। জেলা বিজেপি সভাপতি বলেন, সিপিএমের কায়দায় নিজেদের সংগঠনে প্রভাব বিস্তার করতে গিয়ে ওরা (তৃণমুল) আমাদের সুবিধে করে দিল। আগামী দিনে এভাবে গোটা জঙ্গলমহলে গেরুয়া শিবিরে একে একে সবাই যোগদান করবে।

উল্লেখ্য, পুজোর আগে জেলায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের খবর পাওয়া গিয়েছিল। বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলে থেকেই নিগৃহীত কবিতা দাস এবং তাঁর স্বামী গোপাল দাস।