মেয়েদের জন্য সেরা ৫টি ব্যবসার আইডিয়া
আমরা মুখে নারী স্বাধীনতার কথা যতই বলি না কেন, প্রকৃত নারী স্বাধীনতা তখনই আসবে যখন নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সেটা ছাড়া নারী স্বাধীনতা কল্পনাই করা যায় না। সেই যদি টাকার জন্য স্বামীর কাছে হাত পাততে হয় তাহলে কিসের নারী স্বাধীনতা? তাই আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য এই মুহূর্তের সবথেকে আকর্ষণীয় ব্যবসার আইডিয়া গুলো নিয়ে হাজির হয়েছি আমরা।
ভারত কিংবা বাংলাদেশ তথা বিশ্বের যে প্রান্তেই আপনি থাকেন না কেন এই ব্যবসাগুলো আপনি করতে পারেন:-
১. ইউটিউব থেকে উপার্জন: আগের দিনে মা-কাকিমারা হাস-মুরগি, গরু-ছাগল পালন করেই পরিবারকে সাপোর্ট করেছে। তবে সময় বদলেছে। এখন সবকিছুই প্রযুক্তি নির্ভর। তাই বর্তমান সময়ে আপনাকেও আপডেটেড হতে হবে। আপনি ইউটিউব চ্যানেল খুলে ভালো টাকা উপার্জন করতে পারেন। এর জন্যে একটা ফোনই যথেষ্ট। ইউটিউব চ্যানেল খুলতে আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের চ্যানেল খুলতে চান। সেটা হতে পারে শিক্ষামূলক, প্রযুক্তি, ঘর সাজানো, রান্না-বান্না প্রভৃতি বিষয়ের উপর।
২. ব্লগিং: আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন, তাহলে লিখেই আপনি ঘরে বসে আয় করতে পারেন। ঘরে বসে রোজগারের জন্য এটি একটি ভালো উপায়। সেক্ষেত্রে মানুষের পছন্দের বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কেননা তাহলেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার লেখা গুরুত্ব পাবে। প্রথমে কিছুটা সময় দিতে হবে, কিন্তু একবার আপনার লেখা জনপ্রিয় হলে এর থেকে আপনি মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন।
৩. কনটেন্ট রাইটিং: প্রায় প্রতিদিনই নতুন নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। আর এই ওয়েবসাইটগুলির জন্য দরকার ভালো এবং মৌলিক লেখা। সকলের ভালো লিখতে না, তাই এই সমস্ত ওয়েবসাইটের মালিকরা দক্ষ লেখকদের নিয়োগ করে থাকেন। ভালো লিখতে পারলে আপনি কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে ভালো টাকা রোজগার করতে পারবেন। সবথেকে আনন্দের কথা হচ্ছে আপনি আপনার বাড়িতে বসেই এটি করতে পারবেন। বেশ কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট Fiverr, Upwork ও Freelancer থেকে আপনি এই সংক্রান্ত কাজ পেয়ে যেতে পারেন। তাই দেরি না আজই এই সাইটগুলিতে অ্যাকাউন্ট খুলে ফেলুন।
৪. ফর্ম ফিলিং ও ডেটা এন্ট্রি: বাড়িতে বসে করার জন্য এটা একদম উপযুক্ত কাজ। আপনাকে শুধু ফর্ম পূরণ করতে হবে আর সেটা সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা দেখতে হবে। তবে দল গঠন করে এই কাজ না করলে আপনাকে একাই অনেকটা খাটতে হবে।
৫. গ্রাফিক ডিজাইনিং: এটির দ্বারা ঘরে বসেই মহিলারা ভালো রোজগার করতে পারেন। তবে এ কাজে সফল হতে হলে আপনাকে একটু সৃজনশীল হতে হবে, সেই সাথে গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে ভালো জ্ঞান থাকাটাও জরুরি। প্রথমদিকে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সাহায্যে কাজ জোগাড় করে গ্রাহকদের থেকে ভালো রেটিং পাওয়ার চেষ্টা করুন। ভালো রেটিংই আপনাকে পরে অনেক বড় বড় বাজেটের কাজ পাইয়ে দেবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

