Monday, June 16, 2025
Latestদেশ

কাশ্মীরের বারামুলা থেকে ধৃত ৫ লস্কর জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরে বারামুলা জেলার সোপর এলাকা থেকে শনিবার জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার পাঁচ জঙ্গিকে প্রচুর অস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হিলাল আহমেদ, সাহিল নাজির, পীরজাদা মহম্মদ জাহির, আলতাফ বসির মীর ও ইজাজ আহমেদ ভাট। কাশ্মীর পুলিশ জানিয়েছে, ধৃতরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য।

প্রাথমিক জেরার পর পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ২ জন সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপে লিপ্ত। এদের দু’জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্রে ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাকি তিন জন লস্করের ‘পোস্টার মডিউল’ হিসেবে কাজ করে। পোস্টার সেঁটে লোকজনকে ভয় দেখানোই তাদের কাজ।


ধৃতদের বিরুদ্ধে সোপোর থানায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তাদের মদতদাতাদের পরিচয়ের পাশাপাশি তারা পরিকল্পনা করছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত অক্টোবরে জম্মু-কাশ্মীরে সুরক্ষা বাহিনীর হাতে নিহত হয়েছিল লস্কর জঙ্গি উফাইদ ফারুক লোন। উপত্যকায় গ্রেনেড হামলা-সহ একাধিক জঙ্গি নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল উফাইদ।