Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকবাজের হামলায় নিহত ৫, আহত ২১

টেক্সাস: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। ওই বন্দুকবাজও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

নিজের গাড়ি থেকেই এলোপাথারি গুলি চালাচ্ছিল ওই বন্দুকবাজ। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পরই পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয়ে যায় তার। পুলিশের এনকাউন্টারে তার মৃত্যুও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার বিকালে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে হতাহত হওয়ার এই ঘটনা ঘটান।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের দুই অফিসার মিডল্যান্ড হাইওয়েতে একটি গাড়ি আটকানোর পরই হামলা শুরু হয়। গাড়িটির চালক ওই অফিসারদের লক্ষ্য করে গুলি চালান। পরে সেখান থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালান হামলাকারী।

এরপর নিজের গাড়ি ফেলে মার্কিন ডাক বিভাগের একটি গাড়ি চুরি করেন। পরে ওডেসার একটি সিনেমা হলে গিয়ে গুলি চালাতে শুরু করেন। পরে ওই সিনেমা হলের বাইরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ওই হামলাকারী নিহত হন।

কিন্তু কী কারণে এই হামলা, কেন এত মানুষ খুনে উদ্যত হল ওই বন্দুকবাজ, তা এখনও ধোঁয়াশা। হামলা নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।