Friday, March 21, 2025
দেশ

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ভেঙে মৃত ৫, জখম ৩৬

মুম্বাই: দক্ষিণ মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনের ফুটওভার ব্রিজ ধসে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এতে ৩৬ জন আহত হয়েছে।

এ ঘটনায় ভেঙে পড়া ব্রিজের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আহতের উদ্ধার করে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এক নম্বর প্লাটফর্মের উত্তর প্রান্তে ‘টাইমস অব ইন্ডিয়া’ ভবনের কাছের ফুট ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। পুর কমিশনারের সঙ্গে কথা বলেছেন ফড়নবীশ। কথা বলেছেন মুম্বাই পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপি বিধায়ক রাজ পুরোহিত বলেছেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। অডিটের সময় ব্রিজের যিনি ছাড়পত্র দিয়েছিলেন সেই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।