Wednesday, January 22, 2025
দেশ

পাকিস্তানি পতাকাযুক্ত শার্ট পরায় আটক ঝাড়খণ্ডের ৫ যুবক

‎রাঁচি: পাকিস্তানের পতাকাযুক্ত শার্ট পরায় ঝাড়খণ্ডের ধানবাদ এলাকা থেকে পাঁচ যুবককে আটক করল পুলিশ।

বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা আমান কুমার বলেন, পাকিস্তানি পতাকাযুক্ত ১১ যুবকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাদের আটক করা হয়। ওই ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হয়েছে এবং অন্যদের সন্ধানে তল্লাশি চলছে।

তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF গাড়িবহরে হামলায় ঘটনায় গোটা দেশ রাগে ফুঁসছে পাকিস্তানের বিরুদ্ধে।