বারাসত আদালতের ১১৬ জন আইনজীবী ও কর্মী যোগ দিলেন বিজেপিতে
বারাসত: রাজ্যে বিজেপিতে যোগ দেওয়ার ধারা অব্যাহত। আজ বারাসত আদালতের ৪৮ জন আইনজীবী ও ৬৮ জন ল’ ক্লার্ক যোগ দিলেন বিজেপিতে। এদিন সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বারাসত আদালতের আইনজীবী শিশির নন্দী ও দুলাল সরকারের নেতৃত্বে ১১৬ জন আইনজীবী ও আদালতের কর্মী গেরুয়া শিবিরে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের প্রার্থী হিসাবে এবার বসিরহাট ও যাদবপুর থেকে টলিউডের দুই অভিনেত্রীর জায়গা হয়েছে। যাদের বয়সই হয়নি তাঁদের প্রার্থী করা হয়েছে। এদের থেকে যোগ্য লোক কি বাংলায় নেই? এর আগেও বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সেলেব্রেটিরা লোকসভায় গেছেন। কিন্তু, তাঁরা ঝুড়ি, কলসি নিয়ে পাঁচ বছর নাচানাচি করে কাটিয়ে দিলেন। এর মধ্যে কতজন লোকসভায় প্রশ্ন করেছেন, আর কতজন বিতর্কে অংশগ্রহণ করেছেন? আজকে সেরকম লোককেই আবার বাংলা থেকে প্রার্থী করা হল।
বঙ্গ বিজেপিতেও তো সেলেব্রেটিরা যোগদান করেছেন এ প্রশ্নের জবাবে দিলীপবাবু জানান, রাজ্য বিজেপিতে দু’জন সেলেব্রেটি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা হলেন রূপা গাঙ্গুলি ও লকেট চট্টোপাধ্যায়। তাঁরা সিনেমা করে জনপ্রিয় হয়েছেন। এখন তাঁরা সামাজিক জীবনযাপন করছেন। সমাজের হয়ে কাজ করছেন। রাজনীতি করছেন। তাঁদের অভিজ্ঞতা তৃণমূলের সেলেব্রেটি সাংসদের থেকে চেয়ে অনেক বেশি। তাঁদের অভিজ্ঞতা আছে বলেই দলে নেওয়া হয়েছে।
দিলীপবাবুর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ বন্দোপাধ্যায়, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শংকর দাস সহ প্রমুখ নেতা-কর্মী। শাসকদল তৃণমূল ছেড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক বিজেপিতে নাম লিখিয়েছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতার দল কোথায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল বলে কিছু থাকবে কী?