দুই মাসে ভারত থেকে বাংলাদেশে ফিরল ৪৪৫ জন অনুপ্রবেশকারী, জানাল বর্ডার গার্ড বাংলাদেশ
ঢাকা: সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে গোটা ভারত উত্তাল। এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিকর্তা মেজর জেনারেল শাফিনুল ইসলাম জানালেন, নভেম্বর-ডিসেম্বর মাসে ভারত থেকে বাংলাদেশে ফেরত গিয়েছেন ৪৪৫ জন বাংলাদেশি।
একটি প্রেস বিবৃতিতে বিজিবি প্রধান বলেন, ভারত থেকে বেআইনিভাবে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০১৯ সালে প্রায় ১,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিচয় যাচাই করার পরে বিজিবি জানতে পারে কিছু ধৃতরা বাংলাদেশি এবং তাঁদের কাছে নথিও ছিল। এরপরই নভেম্বর ও ডিসেম্বরে ৪৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেনারেল শাফিনুল ইসলাম আরও জানান, অনুপ্রবেশকারীদের পরিচয় খতিয়ে দেখার পর জানা যায়, তারা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। বেআইনিভাবে সীমান্ত পেরনোয় তাদের বিরুদ্ধে ২৫৩টি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত।
গত সপ্তাহে সীমান্ত সম্পর্কিত দিল্লিতে ডিজি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন শাফিনুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবির একটি প্রতিনিধি দল। সেখানেই এনআরসি নিয়ে বাংলাদেশ সরকার তথা বিজিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। শাফিনুল ইসলাম বলেন, এনআরসি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।
বিজিবি প্রধান বলেন, ভারত সরকার এবং দু’শের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ভালো। তবে ভারতে অনুপ্রবেশ আটকাতে আরও সতর্ক নজরদারি চালানো হবে।