Monday, June 16, 2025
Latestদেশ

সরকার গঠনের শুরুতেই জোর ধাক্কা, শিবসেনা থেকে বিজেপিতে যোগ দিলেন ৪০০ কর্মী

মুম্বাই: মুখ্যমন্ত্রী পদের জন্য আদর্শগত বিরোধ ভুলে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের সাথে জোট করে সরকার গঠন করে শিবসেনা। বিজেপির সঙ্গে দীর্ঘ তিন দশকের বন্ধুত্বের পর্ব চুকিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা নজর এখন বিজেপিকে ক্ষমতাচ্যূত করা। তবে, দলের এই অবস্থান মেনে নিতে না পেরে আদর্শের তাড়নায় দল ছাড়লেন প্রায় ৪০০ জন শিবসেনা কর্মী।

বুধবার বিকালে মুম্বাইয়ের ধারাভি অঞ্চলে বিজেপির এক কর্মিসভায় উপস্থিত হয়ে তাঁরা বিজেপিতে যোগদান করেন। এদিন শিবসেনার ৪০০ জন কর্মী বিজেপিতে যোগ দেওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


প্রসঙ্গত, শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে পেয়েছে মোট ১৬৯টি ভোট। ২৮৮ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হয় ১৪৫টি আসন। তিনটি দল মিলে ১৫৪টি আসন পেয়েছিল। এর সঙ্গে বহুজন বিকাশ আঘাদির মতো নির্দল প্রার্থী নিয়ে তাঁরা মোট ১৬৯ জন বিধায়কের সমর্থন পান।

আস্থা ভোটে জয়ী হওয়ার পর উদ্ধব ঠাকরে বলেন, কক্ষে প্রবেশের আগে চাপ অনুভব করছিলাম। কেননা আমার এই কাজের কোনও অভিজ্ঞতা নেই। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এখানে আসতে পেরে।

৮০ মুখ্যমন্ত্রী পদে থাকার পর আস্থা ভোটের আগে পদত্যাগ করার সময়েই দেবেন্দ্র ফড়নবিশ ইঙ্গিত দিয়েছিলেন, এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা জোট সরকার বেশিদিন চলবে না। সে দিক দিয়ে এই ভাঙন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।