মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারলেন ৪০ লাখেরও বেশি পুণ্যার্থী
দক্ষিণ ২৪ পরগণা: বুধবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে দেশ-বিদেশের প্রায় ৪০ লাখেরও বেশি পুণ্যার্থী পুণ্যস্নান সারলেন। এদিন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে সাগরদ্বীপ যেন মিনি ভারতে পরিণত হয়েছিল। জেলা প্রশাসন জানিয়েছেে, এদিনের পুণ্যস্নান গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
কঠোর নিরাপত্তায় গত একসপ্তাহ গঙ্গাসাগর মেলাতে তীর্থযাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ৪০ লাখ তীর্থযাত্রী এবার নিরাপদে গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরেছেন। পুজো দিয়েছেন কপিল মুনির আশ্রমে।
প্রতিবছর পৌষ সংক্রান্তির একসপ্তাহ আগে থেকে দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে এই মেলা অনুষ্ঠিত হয়। ভিড় জমায় দেশ-বিদেশের তীর্থযাত্রী ও সাধু-সন্তরা। এই মেলার অন্যতম মূল আকর্ষণ হল নাগা সন্ন্যাসী। এবারের মেলাতেও তাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বুধবার তিথি মেনেই চলেছে পুণ্যস্নান হয়। মঙ্গলবার মধ্যরাত ১২.২৪ নাগাদ থেকে শুরু হয়েছে পুণ্যতিথি। বুধবার সন্ধ্যা পর্যন্ত চলে এই তিথি। জেলা প্রশাসন মেলার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মেলা প্রাঙ্গণ জুড়ে সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনেও চালায় নজরদারি।
জেলা প্রশাসন জানিয়েছে, জম্মু, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের পাশাপাশি নেপাল, বাংলাদেশ-সহ বিশ্বের অন্যান্য দেশের হিন্দু তীর্থযাত্রীরা প্রতিবারের মতো এবারও মেলায় ভিড় জমায়। এবার তীর্থযাত্রীদের ঢল দেখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর. কুম্ভ মেলা থেকেও এবার গঙ্গাসাগরে ভিড় বেড়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, তীর্থযাত্রীর সমাগম প্রায় ৫০ লাখ ছাড়াতে পারে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। গত বছর এই মেলায় এসেছিল ২০ লাখ মানুষ। এবার সংখ্যাটা দ্বিগুণেরও বেশি।