Sunday, March 16, 2025
দেশ

পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ লস্কর জঙ্গি

পুলওয়ামা: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল চার লস্কর-ই-তৈবা জঙ্গি। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে চারটি রাইফেল, একটি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। প্রায় সোমবার সারারাত ধরে চলে অভিযান। এতে জঙ্গিদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি। সংঘর্ষে ৪ জন জঙ্গি খতম হয়েছে। জঙ্গিদের সকলে লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩ জন সদস্য আহত হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪২ জনের বেশি সেনা জওয়ান শহিদ হন। এরপর আত্মঘাতী বিস্ফোরণ এড়াতে অপারেশন রুলে বেশ কিছু পরিবর্তন করেছে নিরাপত্তা বাহিনী।