ভারতীয় সেনার বড় প্রত্যাঘাত, নিহত ৪ পাক জওয়ান
শ্রীনগর: ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনার পাল্টা জবাবে জম্মু-কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সেক্টরে অন্ততপক্ষে চারজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। এছাড়া, পাকিস্তানি চৌকি এবং ২টি বাংকার ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, কুপওয়ারা সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালানো ও পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় জওয়ানদের পালটা গুলিতে ৪ জন পাকিস্তানি জওয়ান নিহত হয়েছেন।
Indian CFVs along LOC during the last 36 hours. Responding to CFVs, in Haji Pir Sector Pakistan Army troops damaged Indian post killing 3 Indian soldiers including a Subedar, few injured too. In Dewa Sector Naib Subedar Kandero and Sepoy Ehsan of Pak Army embraced Shahadat. pic.twitter.com/yFuBqPgFVv
— DG ISPR (@OfficialDGISPR) December 26, 2019
পাকিস্তানি সেনার জনসংযোগ সংস্থা (ISPR)-র তরফেও এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। যদিও তাদের দাবি, এই হামলায় ২ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ISPR দাবি করেছে ৩ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে।
তবে পাকিস্তানের এই দাবি মানতে নারাজ নয়াদিল্লি। ভারতীয় সেনা সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনীর কড়া জবাবেই একাধিক পাক সেনা নিহত হয়েছেন।