যোগী রাজ্য উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার, শামলির ঝিনঝিনা এলাকায় মিরাট STF এবং দুষ্কৃতীদের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে চলল রুদ্ধশ্বাস গুলির লড়াই। মিরাট STF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছে চার মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী, যাদের মধ্যে অন্যতম ছিল মুস্তাফা কাগ্গা। তার মাথার দাম ছিল এক লক্ষ টাকা।
STF-এর বিশেষ টিম এই অভিযানের নেতৃত্বে ছিল। দুঁদে পুলিশ অফিসার সুনীল কুমারের নেতৃত্বে ১২ সদস্যের টিম দুষ্কৃতীদের ডেরায় হানা দেয়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে STF অভিযানে নামে। মুস্তাফা এবং তার সঙ্গীরা আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। দুই পক্ষেই প্রায় ৩০ রাউন্ডের বেশি গুলি চালানো হয়।
অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) অমিতাভ যশ জানান, “মুস্তাফা কাগ্গা ও তার দলবলের ডেরা সম্পর্কে আগেই খবর ছিল। দ্রুত অভিযান চালিয়ে মিরাট STF তাদের নিকেশ করতে সক্ষম হয়েছে।” গুলির লড়াইয়ে পুলিশের গুলিতে নিহত হয় মুস্তাফা ছাড়াও আরশাদ, মনজিৎ এবং সতীশ। পালানোর চেষ্টা করার সময় মুস্তাফা গুলিবিদ্ধ হয়।
মুস্তাফার বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি এবং অপরাধের মামলা ছিল। পুলিশের এক কর্মকর্তা আহত হলেও তিনি এখন স্থিতিশীল রয়েছেন। পশ্চিম উত্তরপ্রদেশে গত ১৬ বছরের মধ্যে এত বড় এনকাউন্টার হয়নি বলে জানান STF-এর এসপি বৃজেশ।
পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিহত দুষ্কৃতীদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।