Wednesday, November 19, 2025
দেশ

২৯ এপ্রিল থেকে ৩ মে অবধি কড়া লকডাউন গোয়ায়

পানাজি: দেশজুড়ে করোনার দ্বিতীয় সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। লাগামহীন আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিপর্যস্ত দেশ। কঠিন এই পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করলো গোয়া। ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু করে ৩ মে সকাল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন গোয়ায়।

বুধবার দুপুরে এই ঘোষণা দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ তবে লকডাউনের বাইরে থাকবে জরুরী পরিষেবাগুলি। তিনি জানান, ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩ মে সকাল পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে ৷ জরুরী পরিষেবা এবং ইন্ডাস্ট্রিয়াল পরিষেবাগুলি লকডাউনের বাইরে থাকবে। পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ থাকবে।

এই মুহূর্তে গোয়ায় থাকা পর্যটকদের হোটেলে কাটানোর কথা বলা হয়েছে ৷ সব ক্যাসিনো, রেস্তোরাঁ এবং পাব বন্ধ থাকবে ৷ রাজ্যের সীমানা খোলা থাকবে শুধুমাত্র জরুরী পরিষেবার জন্য।

উল্লেখ্য, গোয়াতেও লাগামছাড়া সংক্রমণ হচ্ছে। মঙ্গলবার নতুন করে গোয়ায় ২ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। গোয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯০৮ জন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।