Friday, March 21, 2025
Latestরাজ্য​

স্বরূপনগরে বিএসএফের হাতে ধরা পড়লো ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল ৪ বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী জঙ্গলপথ দিয়ে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তবে বিএসএফ সতর্ক থাকায় তাদের আটকে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

ধৃতদের পরিচয়

আটককৃতদের মধ্যে দু’জন মাদারীপুরের বাসিন্দা— মহম্মদ ইয়াকুব হোসেন ও ফরহাদ হোসেন। অন্য দু’জন, মহম্মদ কামরুল ইসলাম ও মণির হোসেন, ঢাকা থেকে এসেছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং কেন তারা ভারতে প্রবেশ করছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্তে নিরাপত্তা বাড়ানোর দাবি

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালানের ঘটনা প্রায়শই ঘটে। বিএসএফ অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা করলেও, এতে আপত্তি জানাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। অপরদিকে, বিএসএফ অনুপ্রবেশকারী বা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তাতেও আপত্তি জানাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার।

অনুপ্রবেশ ইস্যুতে কড়া পদক্ষেপের প্রয়োজন

বিশেষজ্ঞদের মতে, সীমান্তে সিসিটিভি নজরদারি ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা দরকার। একইসঙ্গে, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা জরুরি, যাতে সীমান্তের নিরাপত্তা আরও মজবুত করা যায়।

পুলিশ ও গোয়েন্দারা তদন্ত চালাচ্ছে যে, এই ৪ জনের পেছনে কোনো বড় পাচার চক্র বা অপরাধমূলক সংগঠনের হাত রয়েছে কি না।