পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু ভারতীয় নাগরিকত্ব পেয়ে ভোটের ময়দানে নেমেই জয়লাভ করলেন
যোধপুর: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া নির্যাতিত শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য মোদী সরকার এনেছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। সিএএ-এর প্রতিবাদে উত্তাল দেশের বিভিন্ন জায়গা। তবে এরমধ্যেই সিএএ কার্যকর করেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। এছাড়া নাগরিকত্ব দেওয়া হয়েছে পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীদের। তেমনই একজন হল নীতা কানোয়ার।
২০০১ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে যোধপুরে চলে আসেন নীতা কানোয়ার। তাঁর লক্ষ্য ছিল দুটি – প্রথমে ভারতের উন্নত শিক্ষা ব্যবস্থায় ভালো করে পড়াশোনা করা এবং দ্বিতীয় একটা উপযুক্ত পাত্র খুঁজে বিবাহ করা। সেই দুই স্বপ্নই সফল হয়েছে তাঁর। সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি।
Amidst protests over #CAA_NRC_NPR , Pakistan origin 36 yr old Nita Kanwar who received her Indian citizenship just 5 months ago is elected as Sarpanch of Natwara Panchayat in Tonk #Rajasthan on Friday.
She defeated her closest rival Sona Devi by 365 votes.@DeccanHerald pic.twitter.com/lqXETzlCr8
— Tabeenah Anjum (@TabeenahAnjum) January 17, 2020
জানা গেছে, রাজস্থানে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়বেন তিনি। টঙ্ক জেলার নাটওয়ারা গ্রামে সরপঞ্চ পদে প্রার্থী হন তিনি। ১৭ জানুয়ারি ফল প্রকাশ হয়। নীতা কানোয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনা দেবীকে ৩৬৫ ভোটে পরাজিত করেছেন।
ভোটের ফলাফল প্রকাশের আগে নীতা কানোয়ার বলেন, ভোটে জিতলে তিনি লিঙ্গ সমতা, মহিলা ক্ষমতায়ন এবং গ্রামের উন্নয়নের জন্য কাজ করবেন। সিএএ নিয়ে ৩৬ বছর বয়সী নীতা বলেন, যারা ভারতের উন্নত শিক্ষা এবং জীবনের অংশ হতে চান, সিএএ তাদের জন্য ভালো।
২০০৫ সালে আজমিরের সোফিয়া কলেজ থেকে স্নাতক হন নীতা কানোয়ার। কলেজে পড়ার সময়ই পছন্দের পুরুষটিকেও পেয়ে যান তিনি। ২০১১ সালে যোধপুরের পীণ্যপ্রতাপ করণের সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁর বোন অঞ্জনা সোধাও তাঁর পথ অনুসরণ করে ভারতে আশ্রয় নিয়েছেন।