২৫ বছরের সমস্যার সমাধান, ৩৪ হাজার ব্রু শরণার্থীকে নাগরিকত্ব দিল মোদী সরকার
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদে এখনও উত্তাল দেশের বিভিন্ন জায়গা। এর মধ্যেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, ব্রু শরণার্থীরা বসবাস করবেন ত্রিপুরাতে। প্রায় ৩৪ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে ত্রিপুরা। এরজন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে এদিন দিল্লিতে স্বাক্ষরিত হল ‘ব্রু শরণার্থী চুক্তি’। যার ফলে ব্রু শরণার্থীদের নিয়ে গত ২৫ বছরের যে জটিলতা ছিল, তা সমাধান হল। এদিন ব্রু শরণার্থী চুক্তির সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা।
Each displaced family will get a residential plot, FD of Rs 4 lakh, free ration and Rs 5000 cash aid per month for 2 years. An aid of Rs 1,50,000 will be given to build their house. Land will be provided by government of Tripura under the agreement. pic.twitter.com/WurH3Ej0mm
— Amit Shah (@AmitShah) January 16, 2020
মিজোরাম ও ত্রিপুরা এলাকায় ব্রু শরণার্থীরা বসবাস করছেন ছড়িয়ে ছিটিয়ে। বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় বহু ব্রু উপজাতি বসবাস করেন। বাংলাদেশ থেকেই এদেশে ব্রু উপজাতির মানুষ শরণার্থী হিসাবে আশ্রয় নেন। তাঁদের ভারতে আশ্রয় দেওয়া নিয়ে যদিও বিতর্ক ছিল বহুদিনের। তবে এদিনের এই চুক্তির ফলে ভোটার লিস্টেও জায়গা পাবেন তাঁরা।
এদিন অমিত শাহ বলেন, ব্রু শরণার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার ৬০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে। ব্রু শরণার্থীদের ৪০×৩০ ফুটের প্লট দেওয়া হবে। এছাড়াও ৪ লাখ টাকার ফিক্স ডিপোজিট দেওয়া হবে। দুই বছরের জন্য ৫ হাজার টাকার আর্থিক সাহায্য আর বিনামূল্যে রেশন দেওয়া হবে।