Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

আফগানিস্তানের প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় ৩০ জন নিহত

কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩২ জন। তবে, প্রেসিডেন্টের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার পারওয়ান প্রদেশে একটি প্রচারণা সমাবেশের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে একজন আত্মঘাতী হামলাকারী এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। হামলার সময় প্রেসিডেন্ট ঘানি প্রচারণায় উপস্থিত ছিলেন। কিন্তু এ ঘটনায় তাঁর কোনও আঘাত লাগেনি। ঘানির ব্যক্তিগত সহকারী খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকারের তরফে থেকে বলা হয়, মোটরসাইকেলে চড়ে এসে একজন ব্যক্তি এই আত্মঘাতি হামলা চালিয়েছে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। কিন্তু তার আগেই থেকে দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে নাশকতামূলক ঘটনার সংখ্যা।