আচার্যের ডাকা বৈঠকে না গিয়ে তৃণমূলের ধর্না মঞ্চে ৩ উপাচার্য
কলকাতা: রাজভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক ডেকেছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে সেই বৈঠকে যোগ না দিয়ে তৃণমূলের ধর্না মঞ্চে পৌঁছে গেলেন ৩ উপাচার্য। মঙ্গলবার দুপুরে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূলের সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী ধর্না মঞ্চের সামনে সারিতেই দেখা যায় তাঁদের। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দফতরের এক আধিকারিকও। এই ঘটনায় শিক্ষা মহলে শুরু হয়েছে তুুমুুল বিতর্ক।
ধর্না মঞ্চে হাজির ছিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে হাসিমুখে ছবিও তুলতে দেখা যায় ৩ উপাচার্যকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ও সিধো-কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হাজির ছিলেন সিএএ বিরোধী ওই ধর্না মঞ্চে।
রাজনৈতিক মঞ্চ উপাচার্যদের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। আচার্যের ডাকা প্রশাসনিক বৈঠকে না গিয়ে রাজনৈতিক মঞ্চে কি করে গেলেন উপাচার্যরা? উঠছে সেইই প্রশ্ন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেছেন, বন্দি করা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ইট ধরে-ধরে ধ্বংস করা হচ্ছে। সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বাধ্য করছে মমতার সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, রাজ্যপালকে ভয় পায় তৃণমূল। রাজ্যপাল তাঁর নিজের কাজ করছেন, আর তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এমনটা বাংলা ছাড়া আর কোথাও হয় না।