Tuesday, November 18, 2025
দেশ

বিরাট সাফল্য, গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে এনকাউন্টারে খতম ৭ জঙ্গি

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম তিন জঙ্গি। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জাদুরা এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি। সংঘর্ষে এক সেনা জওয়ান শহিদ হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলওয়ামার জাদুরা এলাকায় এই অভিযানের পর গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা। গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে এটা ভারতীয় সেনার দ্বিতীয় জঙ্গিবিরোধী অভিযান।

কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চলছে। অভিযানের বিস্তারিত এখনও জানা যায়নি।

এর আগে শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ানের কিলুরা এলাকায় শুক্রবার চার জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। আরও জঙ্গিকে জীবন্ত ধরা হয়। এ প্রসঙ্গে কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, পঞ্চায়েত সদস্যের খুনে জড়িত জঙ্গিদের আমরা খতম করেছি৷ সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অপারেশন শুরু হয়েছে৷ এক জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ জেরার জন্য তাকে আমরা হেফাজতে নিয়েছি৷