অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণে নিহত ৩
অমৃতসর: রবিবার অমৃতসরের আদিলওয়াল গ্রামে গুরুদ্বারে নিরঙ্কারী সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বাইকে করে এসে জনতার উপর গুলিবৃষ্টি চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অমৃতসরের কাছে আদলিওয়াল গ্রামে দুপুর ১২ টার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় গ্রামের গুরুদ্বারে নিরঙ্কারী সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তাদের মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা এসে গুলি চালানো শুরু করে ও গ্রেনেড ফাটায়। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে জমায়েতের উপর দুটি গ্রেনেড ফাটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
Out of 250 people who were present in the religious congregation, 3 dead & 15-20 injured. As per initial reports, 2 people had come over here who lobbed a grenade here: IG (Border) Surinder Pal Singh Parmar on the blast at Nirankari Bhawan in Amritsar. #Punjab pic.twitter.com/Mkpq8oUQXo
— ANI (@ANI) 18 November 2018
বর্ডার রেঞ্জের আইজি সুরিন্দর পাল সিং পারমার জানিয়েছেন, গ্রেনেড ছোড়ার একটা ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। জঙ্গি হামলা হতে পারে বলে গোয়েন্দা দপ্তর থেকে খবর পেয়ে সম্প্রতি অমৃতসরে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, বুরহান ওয়ানির উত্তরসূরি জঙ্গি জ়াকির মুসা অমৃতসরে লুকিয়ে রয়েছে।
এই হামলার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, রেয়াত পাবে না দুষ্কৃতীরা। দ্রুত পদক্ষেপ করা হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দর সিং নিহতদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন।