Sunday, March 16, 2025
দেশ

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ৩ পাক সেনা

পুঞ্চ: জম্মু- কাশ্মীরের পুঞ্চে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কয়েকদিন ধরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। লাগাতার পাক হামলার জবাব ভারতের। ভারতীয় সেনার গুলিতে ৩ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানি সেনার ৪টি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার ছুঁড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। রবিবার ভারতীয় এক সেনার মৃত্যু হয়েছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, পুঞ্চ সেক্টরের শাহপুর-কেরনি এলাকায় গোলাবর্ষণের জেরেই ওই ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

লাগাতার পাক হামলার জবাব দিতেই পুঞ্চে ভারতের এই প্রত্যাঘাত। ভারতীয় সেনার গুলিতে নিহত ৩ পাকসেনা।